পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অন্তত তিন ক্রিকেটার নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিহতদের মধ্যে আছেন স্থানীয় ক্রিকেটার কাবির, সিবগতুল্লাহ ও হারুন।এক শোকবার্তায় এসিবি জানায়, নিহত ক্রিকেটাররা পাকতিকার উরগুন থেকে শারানা এলাকায় প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলায় অংশ শেষে উরগুনে ফিরে আসার পর একটি জমায়েতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে মোট আটজন প্রাণ হারান।এ ঘটনাকে পাকিস্তানি শাসকদের পরিচালিত ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছে আফগান ক্রিকেট বোর্ড।এনডিটিভি জানিয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী মাসে অনুষ্ঠেয় পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।এসিবি শুক্রবার রাতে এক্স পোস্টে জানিয়েছে, ‘পাকিস্তানি শাসকদের কাপুরুষোচিত হামলায় পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।’ক্রিকেটারদের প্রতিক্রিয়াআফগানিস্তানের টি–২০ দলের অধিনায়ক রাশিদ খান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই ট্র্যাজেডিতে নারী, শিশু এবং সেই তরুণ ক্রিকেটারদের জীবন গেছে, যারা বিশ্ব মঞ্চে ...