নতুন ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) বিধিমালা গেজেট আকারে প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে চলতি বছর পুঁজিবাজারে ভালো কোম্পানি আসবে বলে প্রত্যাশা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, ৩০ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশ পেয়েছে Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025। গেজেট প্রকাশের দিন থেকেই নতুন বিধিমালা কার্যকর হিসেবে গণ্য হবে।নতুন আইপিও বিধিমালায় পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের ক্ষমতা বাড়ানো হয়েছে। বিধিমালা অনুযায়ী, আইপিও অনুমোদনের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ প্রাথমিক যাচাই ও অনুমোদন দেবে। স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি চূড়ান্ত অনুমোদন দেবে।এ ছাড়া আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হতে কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৩০ কোটি টাকা হতে হবে। আইপিও–পরবর্তী মোট শেয়ারের অন্তত ১০ শতাংশ পুঁজিবাজারে ছাড়তে হবে। নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ পাঁচ বছরের মধ্যে ব্যবহার শেষ করতে হবে।নতুন আইপিও বিধিমালা কার্যকর প্রসঙ্গে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, “মিউচুয়াল ফান্ড ও মার্জিন রুলস ...