বাজারে লাগামহীন পেঁয়াজের দাম, এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৭০ টাকার পেঁয়াজ এখন ১২০ টাকা।শুক্রবার ঢাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, গত শুক্রবারের তুলনায় এই শুক্রবারে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৪০–৫০ টাকা। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০–১২০ টাকায়।বাড়তি দাম পাইকারি বাজারেও। প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ২৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫২০ টাকা। ক্ষেত্রবিশেষে কোনো কোনো দোকানে পেঁয়াজের পাল্লাপ্রতি দাম পড়ছে ৫৩০–৫৪০ টাকা পর্যন্ত। এতে করে পাইকারি দরেও পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে।উত্তর বাড্ডা কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল বলেন, দুই–তিন দিনের ব্যবধানে প্রতি বস্তায় কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২৬–২৮ টাকা করে। এজন্য বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাঁদের।আরেক পেঁয়াজ ব্যবসায়ী আমিনুল বলেন, বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কম। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে, যা এখনো চলমান।দাম বাড়ায় হতাশ ক্রেতারা। জানান, রাতারাতি যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে করে শঙ্কিত তাঁরা।‘তিন দিন আগেও পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা। এখন ১০০ টাকার ওপরে। হুট করে কোন যুক্তিতে ...