শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের এই রায় সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে।সোমবার রাতে প্রধান উপদেষ্টার দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই রায় ও সাজা একটি মৌলিক নীতিকে পুনঃনিশ্চিত করেছে : যত ক্ষমতাবানই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এবং এখনও সেই ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য এই রায় সীমিত মাত্রায় হলেও ন্যায়বিচার এনে দিয়েছে।"আমরা বছরের পর বছরের নিপীড়নে ভেঙে পড়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যে অপরাধগুলো নিয়ে বিচার হয়েছে— তরুণ ও শিশু, যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর, তাদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের আদেশ, যা আমাদের আইন এবং সরকার–নাগরিক সম্পর্কের মৌলিক বন্ধনকে লঙ্ঘন করেছে। এসব জঘন্য কর্মকাণ্ড বাংলাদেশের মূল মূল্যবোধ— মর্যাদা, দৃঢ়তা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার— কে আঘাত করেছে," বলেন ইউনূস।বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তারা শুধুই সংখ্যা নন; তারা ছিলেন আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং ...
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের সাজায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অসন্তোষ প্রকাশ করলেও সন্তোষ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দিলেও এই মামলার রাজসাক্ষী হওয়ায় আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমবার এনসিপি কার্যালয়ে হাসিনা-কামালের রায় সন্তোষ প্রকাশ করা হলেও সাবেক আইজিপির রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, "যদিও আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন, কিন্তু তিনি যে অপরাধ করেছেন, তার বিপরীতে আদালত যা সাজা দিয়েছে তা অনেক কম।"আইজিপি মামুনের আরও বড় সাজা হওয়া দরকার ছিল উল্লেখ করে নাহিদ বলেন, "মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই। তার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের আহ্বান জানাচ্ছি।"আনুষ্ঠানিক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস বলেন, "সাবেক আইজিপি মামুন আসলে সিস্টেমের শিকার। তার ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি, চাকরিজীবনে তিনি সর্বোচ্চ ...
জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি—দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে অনতিবিলম্বে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হস্তান্তর করা ভারতের ‘অবশ্যপালনীয় দায়িত্ব’।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মগোপনে গিয়ে পরে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পায়। ভারত থেকে কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি।এর আগেও শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকার। তবে এ বিষয়ে ভারত সরকার এখনো কোনো মন্তব্য ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে এনসিপি সন্তুষ্ট হলেও এখনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার বাকি।সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার রায় নিয়ে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, এ রায় ব্যক্তি হাসিনার বিরুদ্ধে। তবে রাজনৈতিক দল হিসেবে গণহত্যার সঙ্গে আওয়ামী লীগও জড়িত, তারা মানবতাবিরোধী কার্যক্রমে অভিযুক্ত।ট্রাইব্যুনালের কাছে আমাদের আহ্বান থাকবে এবার যেন তারা আওয়ামী লীগের বিচার শুরু করে। দল হিসেবে আওয়ামী লীগও অপরাধী, আজকের রায়ই তা প্রমাণ করে। হাসিনা দলীয় প্রধান হিসেবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে গণহত্যার হুকুমদাতা ও পরিকল্পনাকারী," তিনি বলেন।শেখ হাসিনার ফাঁসি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, "এক মাসের মধ্যে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হলে আমাদের আত্মা শান্তি পাবে।"নাহিদ জানান, জুলাই মাসে শহীদ পরিবারের প্রতি তখনই সুবিচার হবে যখন রায় কার্যকর করা হবে।যেদিন রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, সেদিনই ...
দেশের জনগণকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। নানা রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে জরুরি ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠা করা।"আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আজ সময়ের দাবি," লেখেন তিনি।জামায়াতের সংগ্রাম কারো বিরুদ্ধে না উল্লেখ করে শফিক জানান, আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষ, এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে।"শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন। আমাদের লক্ষ্য হোক শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠন। আল্লাহ ...
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সর্বস্তরের জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।সোমবার বিকালে সরকারের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়।"রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে।"রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়—সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করেছে।"সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে," বিবৃতিতে জানায় সরকার।
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত, পলাতক অবস্থায় পাবেন না আপিলের কোনো সুযোগ।সোমবার দুপুরে রায় ঘোষণার পর এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সাজা হলে তারা আপিল করতে পারবেন না, কারণ তারা পলাতক।"ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, রায় দেয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয়। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেফতার করতে পারে, তাহলেও আপিলের সুযোগ পান আসামিরা," বলেন মোনাওয়ার।হাসিনার সাজার পাশাপাশি আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।রায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রায়ে বলা হয়-শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে।গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে ...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল দুপুর ২:৫০ এর দিকে এই রায় দেন।মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি ...
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুইটি বুলডোজার আটকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।এ সময় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বিক্ষোভকারীরা বর্তমানে মিরপুর সড়কের একপাশ অবরোধ করে রেখেছেন।সোমবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা।এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ৩২ নম্বরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরানোর চেষ্টা করে। পরে ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। তারা জানান, স্বৈরাচারের কোনো অস্তিত্ব তারা এ দেশে রাখবেন না, বত্রিশ নাম্বার বাড়ির জায়গায় খেলার মাঠ চান।
আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, এবারের নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়; এটি দেশ রক্ষার নির্বাচন।সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন পাওয়া ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের নির্বাচন নয়; গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। “এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই।”তিনি আরও বলেন, “এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে আগামী শতাব্দীর গতিপথ।”এবারের নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই ব্যর্থতার সুযোগ নেই। “এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকেরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।”জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের যা যা জানা প্রয়োজন সব জেনে নেবেন। নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ...
একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা শুরু হয়েছে, অন্যদিকে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে রওনা দিয়েছে একদল উত্তেজিত জনতা।সোমবার দুপুরে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুইটি বুলডোজার নিয়ে একদল তরুণ মিছিল শুরু করেন। বুলডোজারসহ মিছিলটি ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হতে দেখা যায়।মিছিলে অংশ নেওয়া তরুণেরা নিজেদের বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে ভারী এই নির্মাণযন্ত্র নিয়ে তাঁদের ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়ার উদ্দেশ্য কী এবং তাঁরা কোন সংগঠনের ব্যানারে এসেছেন—সে বিষয়ে তাঁরা বিস্তারিত জানাননি।ট্রাইব্যুনালের বহুল আলোচিত রায় ঘোষণার ঠিক আগে এভাবে ভারী যান নিয়ে মিছিল রাজধানীতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলেও তারা মনে করছেন।
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নিজের মক্কেলের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আমির বলেন, “আমি আশা করি আমার মক্কেল শেখ হাসিনা খালাস পাবেন। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা থাকতেই পারে। এটা হৃদয় থেকেই বলছি।”তিনি বলেন, “আমি একজনের জন্য এত মাস ধরে মামলা চালিয়েছি। তিনি যদি খালাস পান, তবে আমার চেয়ে খুশি আর কে হবে?”শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে আমির বলেন, “আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নেই। তিনিও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করেননি এবং কোনো রকম সহায়তাও করেননি।”তিনি আরও বলেন, “প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতেন, সেটা আমার জন্য আরও ভালো হতো। কিন্তু কেউ কিছু করেননি। আইনগতভাবেও এর কোনো বিধান নেই।”সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।“তিনি আমার আসামি নন। তাঁর সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। যারা আমার ...
জাতি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা সোয়া ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ কথা বলেন।ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে।"আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!" বলেন তিনি।মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন: বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।রায় ঘোষণা উপলক্ষে গতকাল রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও ...
রাজধানীর মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ ও ধামরাই এলাকায় রাত থেকে সকাল পর্যন্ত বাস, ট্রাক ও লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণও হয়েছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব অগ্নিসংযোগ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।তিনি জানান, ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডে একটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়। এর আগে রাত দেড়টায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে একটি বাসে, রাত ১০টার পরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় একটি লেগুনায় এবং রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের দুলিভিটায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়।বনানী থানার তথ্যমতে, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাংকের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস এ ঘটনাটি নিশ্চিত করতে পারেনি।এ ছাড়া মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে এবং আমতলী মোড়ে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানান বনানী থানার ওসি রাসেল সরোয়ার। তিনি বলেন, ওই এলাকায় পরিত্যক্ত একটি বাসেও আগুন দেওয়া হয়, তবে তা ছড়িয়ে পড়েনি। বাসটি তিন মাস ধরে ...
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।রোববার রাত ১০টার পরে এ আগুন দেয়ার ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যরাতে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ডাম্পিংয়ে আগুন লাগানো হয়েছে বলে জানা গেছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, আগুন লেগেছে, তবে কেউ লাগিয়েছে নাকি ডাম্পিং এর আবর্জনা থেকে দুর্ঘটনাবশত আগুন লেগেছে এ ব্যাপারে এখনো পুলিশ নিশ্চিত না।
খুলনার লবণচরা এলাকায় একই পরিবারের নানি ও দুই শিশু নাতি-নাতনিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।রোববার রাতে শিশুদের বাবা-মা অফিস শেষে বাড়িতে ফিরে মরদেহ দেখতে পায়। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।নিহত নানীর বয়স ৫৫ বছর— তার নাতি মুসতাকিম (৮) ও নাতনি ফাতিহা (৭)। শিশু দুটি স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।শিশু দুটির মা শাহীতুন নেসা বাগেরহাটের রামপালে ভূমি অফিসে ও বাবা শিফার আহমেদ খুলনা চেম্বার অব কমার্সে চাকরি করেব। দুজনই কর্মস্থলে থাকায় সন্তানদের দেখাশোনা করতেন নানি। স্থানীয়রা জানান, শিশু দুটির মা বাড়ি ফিরে মরদেহ দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।পুলিশের ধারণা, দুপুরের পরে ইট বা লাঠির আঘাতে তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মরদেহ পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মা শাহীতুন নেসার অভিযোগ, তার মামা শ্বশুরের ছেলের সঙ্গে জমি নিয়ে ঝামেলা ছিল। সেই এই ...
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতিতে এগিয়ে আসা একটি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের ধাক্কা লেগে পাঁচ জন বাসযাত্রীর প্রাণহানি হয়েছে।রোববার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হোন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে— চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা মো. শাহআলম (৫৫), ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫), কুমিল্লা জেলার হিঙ্গুলীর বাসিন্দা মো. জসিম (৪০)এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন বাসযাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানি।প্রত্যক্ষদর্শী মো. নুরুল মুমিন জানান, চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়।বাসের গতি বেশি থাকায় এক ধাক্কায় যানটির ছাদের এক এক পাশ উড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসে একটি টিম।অল্পের জন্য বেঁচে যাওয়া বাসযাত্রীরা বলেন, শুরু থেকেই বাসচালক গাড়িটি ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ডাকযোগে ভোট গ্রহণে বিশ্বব্যাপী অঞ্চলভিত্তিক নিবন্ধনের সময় বেঁধে দেবে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন অ্যাপ চালু হলেই প্রবাসীরা জানতে পারবেন তাদের অঞ্চলের নিবন্ধন সময়সীমা।ইসির তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা (আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং) বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি।এদিকে ১৮ নভেম্বর চালু হচ্ছে নিবন্ধন অ্যাপ। প্রবাসীদের নিবন্ধন, ব্যালট পাঠানো ও গ্রহণসহ সব কার্যক্রম পরিচালনা করছে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্প।প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, “বিভিন্ন দেশ ও অঞ্চল আলাদা করে নিবন্ধনের সময় দেওয়া হবে। যেমন—দক্ষিণ আমেরিকা, এশিয়ার কিছু অঞ্চল… এভাবে ভাগ করা হবে।” প্রতিটি অঞ্চলের জন্য কমপক্ষে পাঁচ দিনের সময় নির্ধারণ করা হবে। অ্যাপ ডাউনলোড করলেই ব্যবহারকারী দেখতে পারবেন তার নিবন্ধন স্লট কোন তারিখ থেকে শুরু।তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়া চার সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।ব্যালটে থাকবে প্রতীক, অ্যাপে ...
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনেও বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর মধ্যে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।তারা হলেন—ঢাকার শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে গাজীপুরের জিএমপি, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনকে ফরিদপুরে, ডিএমপির উপপুলিশ কমিশনার মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের জ্যেষ্ঠ ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন—ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ারকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, গাজীপুরের ...
আজকে সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে; কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পথচারীদের মধ্যে।রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচেও একই ঘটনা ঘটে।কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।একইভাবে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে।এর আগে, সন্ধ্যায় যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী; প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন তিনি।সোমবার একটি মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এ ধরণের নাশকতার ঘটনা ঘটছে। এদিকে রায়ের দিন সুপ্রিম কোর্ট এলাকায় সেনা সহযোগিতা চেয়েছে আদালত।