জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে এনসিপি সন্তুষ্ট হলেও এখনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার বাকি।
সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার রায় নিয়ে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, এ রায় ব্যক্তি হাসিনার বিরুদ্ধে। তবে রাজনৈতিক দল হিসেবে গণহত্যার সঙ্গে আওয়ামী লীগও জড়িত, তারা মানবতাবিরোধী কার্যক্রমে অভিযুক্ত।
ট্রাইব্যুনালের কাছে আমাদের আহ্বান থাকবে এবার যেন তারা আওয়ামী লীগের বিচার শুরু করে। দল হিসেবে আওয়ামী লীগও অপরাধী, আজকের রায়ই তা প্রমাণ করে। হাসিনা দলীয় প্রধান হিসেবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে গণহত্যার হুকুমদাতা ও পরিকল্পনাকারী," তিনি বলেন।
শেখ হাসিনার ফাঁসি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, "এক মাসের মধ্যে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হলে আমাদের আত্মা শান্তি পাবে।"
নাহিদ জানান, জুলাই মাসে শহীদ পরিবারের প্রতি তখনই সুবিচার হবে যখন রায় কার্যকর করা হবে।
যেদিন রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, সেদিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই হত্যাকাণ্ডের বিচার করব। আজ সেই বিচারের রায় দেওয়া হলো," তিনি উল্লেখ করেন।
পূর্বের পোস্ট :