বিএনপি ভুয়া ভোটার তৈরি করেছে এবং ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে—এ কথা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং ভুল তথ্য বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

২০০১ সালের আগে দুর্নীতির সূচক প্রকাশই হতো না। ২০০১ সালে বিএনপি অক্টোবরে ক্ষমতায় আসে। সে বছর বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষে উঠে আসলেও এর দায় বিএনপির নয়, তৎকালীন তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের,” বলেন নজরুল।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করেছে, যার প্রমাণ ক্ষমতা ছাড়ার শেষ দুই বছর। কিন্তু এত দিনের দুর্নীতি একবারে নিঃশেষ করা কঠিন ছিল বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার ফার্মগেটের খামারবাড়িতে আয়োজিত বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল বলেন, যারা বলেন বিএনপি দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করেছে, তারা সঠিক তথ্য জানেন না। বিএনপি ভোটার তালিকা সংশোধন করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ মামলা করে সেই কাজ আটকে দেয়।

“ভোটার তালিকায় নাম নিবন্ধনে সবার আগ্রহ থাকলেও কেউ মারা গেলে নাম বাদ দেওয়ার আগ্রহ থাকে না। যাদের ভুয়া ভোটার বলা হয়, তাঁদের অনেকেই মারা গিয়েছিলেন। কিন্তু তাঁদের নাম বাদ দেওয়া হয়নি। বিএনপি তালিকা নবায়ন করতে চাইলেও বাধা দেওয়া হয়েছে,” বলেন তিনি।

ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রচারণার বিপক্ষে নজরুল জানান, বাংলাদেশের মুসলমানদের মতো এত ধর্মপ্রাণ জনগোষ্ঠী বিশ্বে কমই আছে। তাঁদেরই কাজ তাঁদের সফলতা।

“ভোট দিয়ে এ দেশের মুসলমানদের বেহেশতে যাওয়ার দরকার নেই। তাঁরা নিজেদের কর্মগুণেই যাবেন,” বলেন তিনি।

বিএনপির দেশ নিয়ে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে উল্লেখ করে নজরুল জানান, জনগণ বিএনপিকে ক্ষমতায় আনলে দেশ নিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের আয়–সমতা আনা হবে ও সামগ্রিক উন্নয়ন করা হবে।

বিএনপির কর্মীদের অন্তর্কোন্দল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে নজরুল বলেন, “আপনি মনোনয়ন না–ও পান, এমপি না–ও হন, মন্ত্রিত্ব না–ও পান। এমনকি জেলা সম্পাদক না–ও হন আপনি— কিন্তু বিএনপি ক্ষমতায় এলে আপনার সম্মান ও গুরুত্ব আগের চেয়ে অনেক বাড়বে। এ কথা মাথায় রেখে বিএনপির জন্য কাজ করে যান।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময়ে দল সবচেয়ে বেশি সুসংগঠিত ছিল উল্লেখ করে নজরুল বলেন, “জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছেন। খালেদা জিয়া এটিকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং তারেক রহমান এই দলকে সুসংগঠিত করেছেন।”

অন্য যেকোনো সময়ের তুলনায় বিএনপি এখন অনেক বেশি সংগঠিত উল্লেখ করে নজরুল জানান, আগের তুলনায় দল থেকে মাইগ্রেশনের পরিমাণ অনেক কমেছে। বিএনপির এখন মূল চিন্তা দেশের মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে।