আদালতে চলছে রায় ঘোষণা, ধানমন্ডি ৩২ এর দিকে বুলডোজার

আদালতে চলছে রায় ঘোষণা, ধানমন্ডি ৩২ এর দিকে বুলডোজার

একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা শুরু হয়েছে, অন্যদিকে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে রওনা দিয়েছে একদল উত্তেজিত জনতা।সোমবার দুপুরে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুইটি বুলডোজার নিয়ে একদল তরুণ মিছিল শুরু করেন। বুলডোজারসহ মিছিলটি ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হতে দেখা যায়।মিছিলে অংশ নেওয়া তরুণেরা নিজেদের বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে ভারী এই নির্মাণযন্ত্র নিয়ে তাঁদের ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়ার উদ্দেশ্য কী এবং তাঁরা কোন সংগঠনের ব্যানারে এসেছেন—সে বিষয়ে তাঁরা বিস্তারিত জানাননি।ট্রাইব্যুনালের বহুল আলোচিত রায় ঘোষণার ঠিক আগে এভাবে ভারী যান নিয়ে মিছিল রাজধানীতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলেও তারা মনে করছেন।

  • ১২ ঘণ্টা আগে