বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে গঠিত হওয়া ১১ দলীয় জোটে যোগ দিয়ে নতুন রাজনৈতিক দল ও নতুন বন্দোবস্তের প্রত্যাশা নষ্ট করার কারণে সাধারণ মানুষের কাছে মঙ্গলবার ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।“নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্বাচনী ডামাডোলে আমাদের বড় রাজনৈতিক দলের জোটে যোগ দিতে হয়েছে। এতে অনেকেই মনঃক্ষুন্ন হয়েছেন। আপনাদের কাছে আমি ক্ষমা চাই,” আগারগাঁও এ নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ অনুষ্ঠানে বলেন তিনি।“আপনারা কী আমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন” বক্তব্যের শেষদিকে মঞ্জু অডিয়েন্সের প্রতি এমন প্রশ্ন করলে সবাই একসঙ্গে “না” বলে জানান তারা মঞ্জুর ক্ষমা প্রার্থনা গ্রহণ করেননি। এসময় মঞ্জু বলেন, “ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। ক্ষমা না করা একটা অপসংস্কৃতি।”নির্বাচনের জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেয়া প্রসঙ্গে মঞ্জু বলেন, “নির্বাচন এক ভিন্ন বাস্তবতা। এই বাস্তবতায় ছোট দল বড় দলের সঙ্গে না ভিড়লে অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না। তবুও জামায়াতের জোটে যোগ দেয়ার ৬০ ভাগ দায় ...