ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল।
তিনি বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবেন সিইসি।
বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ পুরো কমিশন। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। নির্বাচনের প্রস্তুতি ও মাঠপর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে জানান তারা।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দেন রাষ্ট্রপতি। ভোটের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো যৌক্তিক বলেও মত দেন তিনি। প্রায় দুঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা। নির্বাচন ভবনে ফেরার পর বৈঠক নিয়ে ব্রিফিং করেন আখতার আহমেদ।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি।
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি, সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ।
পূর্বের পোস্ট :