আজকে সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে; কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পথচারীদের মধ্যে।
রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচেও একই ঘটনা ঘটে।
কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একইভাবে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে।
এর আগে, সন্ধ্যায় যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী; প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন তিনি।
সোমবার একটি মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এ ধরণের নাশকতার ঘটনা ঘটছে। এদিকে রায়ের দিন সুপ্রিম কোর্ট এলাকায় সেনা সহযোগিতা চেয়েছে আদালত।
পূর্বের পোস্ট :