দিনাজপুরের হিলিতে চাতালের বারান্দায় পড়ে ছিল হাড্ডিসার এক মরদেহ, যার ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে।
জেলা প্রতিনিধির কাছ থেকে জানা যায়, শুক্রবার দুপুরে বাসুদেবপুর এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, তাঁরা ওই ব্যক্তির নাম–পরিচয় জানেন না। প্রায়ই এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড় ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন।
কেউ কেউ বলেন, তাঁর বাড়ি হয়তো সৈয়দপুরে। নাম–ঠিকানা না জানায় অনেকে তাঁকে বিহারি বলে ডাকতেন।
অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা না গেলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।
পূর্বের পোস্ট :