জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নিজের মক্কেলের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আমির বলেন, “আমি আশা করি আমার মক্কেল শেখ হাসিনা খালাস পাবেন। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা থাকতেই পারে। এটা হৃদয় থেকেই বলছি।”
তিনি বলেন, “আমি একজনের জন্য এত মাস ধরে মামলা চালিয়েছি। তিনি যদি খালাস পান, তবে আমার চেয়ে খুশি আর কে হবে?”
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে আমির বলেন, “আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নেই। তিনিও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করেননি এবং কোনো রকম সহায়তাও করেননি।”
তিনি আরও বলেন, “প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতেন, সেটা আমার জন্য আরও ভালো হতো। কিন্তু কেউ কিছু করেননি। আইনগতভাবেও এর কোনো বিধান নেই।”
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
“তিনি আমার আসামি নন। তাঁর সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। যারা আমার আসামি নন, তাঁদের পক্ষে আমি কেন বলব? এটি সমীচীন নয়,” বলেন তিনি।
তবে মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তোষ জানিয়ে আমির হোসেন বলেন, রায় যেমনই হোক, বিচার সুষ্ঠু হয়েছে।
পূর্বের পোস্ট :