রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
রোববার রাত ১০টার পরে এ আগুন দেয়ার ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যরাতে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ডাম্পিংয়ে আগুন লাগানো হয়েছে বলে জানা গেছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, আগুন লেগেছে, তবে কেউ লাগিয়েছে নাকি ডাম্পিং এর আবর্জনা থেকে দুর্ঘটনাবশত আগুন লেগেছে এ ব্যাপারে এখনো পুলিশ নিশ্চিত না।
পূর্বের পোস্ট :