কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির বহু প্রতীক্ষিত উপস্থিতি শনিবার সন্ধ্যায় উত্তেজনা থেকে রূপ নেয় ক্ষোভে। বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে এক নজর দেখতে হাজির হাজারো দর্শক হতাশ হয়ে পড়ে, যখন তাঁর উপস্থিতি হঠাৎ করেই শেষ হয়ে যায়। এরপরই স্টেডিয়ামের একাংশে শুরু হয় বিশৃঙ্খলা—ছোড়া হয় প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল।
মেসিকে দেখতে কেউ কেউ ১২ হাজার রুপি দিয়েও টিকিট কিনেছিলেন। স্টেডিয়ামে তখন উৎসবমুখর পরিবেশ—মেসির নামে স্লোগান, জার্সি বিক্রি, মাথায় ‘আই লাভ মেসি’ লেখা ব্যান্ড পরে উচ্ছ্বসিত ভক্তরা।
‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুরের অংশ হিসেবে ভারতে আসা আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড মেসি মাঠ ঘুরে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন। তবে তাঁর চারপাশে কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্টজনের ভিড় থাকায় অনেক দর্শকের জন্য তাঁকে স্পষ্টভাবে দেখা কঠিন হয়ে পড়ে।
প্রায় ২০ মিনিট পর নিরাপত্তার কারণে মেসিকে দ্রুত মাঠ ছাড়তে হয়। তখনই স্পষ্ট হয়ে যায়, এদিন তাঁর উপস্থিতি এখানেই শেষ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণার পরই দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। কেউ মাঠে নেমে পড়ে, কেউ ব্যানার ও তাঁবু ভাঙচুর করে, আবার কেউ প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল ছুড়ে মারতে শুরু করে।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত ও বিস্মিত’।
মেসির ভারত সফর ‘গোট ট্যুর’-এর অংশ, যার সূচিতে রয়েছে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি। কলকাতাতেই তাঁর সফরের সূচনা হয় ৭০ ফুট উঁচু একটি মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে। ৪৫ সদস্যের একটি দল ২৭ দিনে মূর্তিটি নির্মাণ করে। নিরাপত্তাজনিত কারণে ওই অনুষ্ঠানে মেসি সরাসরি উপস্থিত না থেকে ভার্চুয়ালি অংশ নেন।
হাজারো ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সল্টলেক স্টেডিয়ামে ছুটে আসেন প্রিয় ফুটবলারকে সামনে থেকে দেখার আশায়। তবে এএফপি জানায়, অনেকেই আশা করেছিলেন মেসি একটি সংক্ষিপ্ত প্রদর্শনী ম্যাচ খেলবেন। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা ও ক্ষোভ আরও বেড়ে যায়।
২০২২ বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা যে ভারতে কতটা জনপ্রিয়, শনিবারের ঘটনাই তার স্পষ্ট প্রমাণ। তবে প্রত্যাশা পূরণ না হলে সেই উন্মাদনা কীভাবে অস্থিরতায় রূপ নিতে পারে, কলকাতার সল্টলেক স্টেডিয়ামের দৃশ্য তা-ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
পূর্বের পোস্ট :