এশিয়া কাপের পর সিরিজের প্রথম ম্যাচেও আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) শারজাহতে ৪ উইকেটে জয় তুলে নেয় সাকিব-মাহমুদউল্লাহরা।
আফগানিস্তানের দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতেই তোলে ১০৯ রান। সহজ জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে হঠাৎ ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। ২৪ বলের মধ্যে মাত্র ৯ রান যোগ করে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান।
তবে সপ্তম উইকেটে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন ১৮ বলে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে জেতে বাংলাদেশ।
রশিদের কীর্তি, তবে হারের আক্ষেপ
আফগানদের ঘুরে দাঁড়ানোর নায়ক ছিলেন অধিনায়ক রশিদ খান। মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন তিনি। অধিনায়ক হিসেবে এটি তার পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নেওয়া। টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে এতবার ইনিংসে ৪ উইকেট নেওয়ার রেকর্ড আর কারও নেই।
তবুও হারের আক্ষেপ লুকাননি রশিদ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখনো মনে হচ্ছে, আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। প্রথম ১০ ওভারে আমরা ঠিকঠাক বোলিং করতে পারিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো, বাইরে বল করলেই রান নেওয়া সহজ হয়ে যায়। আমরা যখনই নিয়মিতভাবে স্টাম্পে বল করেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।’
ব্যাটিং ব্যর্থতায় ভুগল আফগানিস্তান
আফগানিস্তান ব্যাটিংয়েও ছিল অনিয়মিত। ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ৪০ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। পুরো ইনিংসে একটিও পঞ্চাশ রানের জুটি হয়নি। সর্বোচ্চ ৩৩ রানের জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ।
রশিদ বলেন, ‘আমরা খুব সহজেই উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করি, শিখতে থাকব এবং আরও উন্নতি করব। ব্যাটসম্যানদের উচিত স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া। চাপের মুখে শট বাছাইয়ের ভুল না করলেই ভালো হবে।’
শারজাহতেই আজ শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি
পূর্বের পোস্ট :