বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না। আজ সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ক্রিকেটপাড়ায় সোমবার থেকেই জোর গুঞ্জন চলছিল, সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০ থেকে ১২টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ বিষয়ে সোমবার রাতেই জরুরি বৈঠকে বসেন সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধি।
এর মধ্যেই সোমবার বিকেলে হাইকোর্ট বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এরপর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে আলোচনা জোরদার হয়।
জানা গেছে, তামিম ছাড়াও আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল। তিনি দাবি করেছিলেন, জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পাঠানোর ক্ষেত্রে অনিয়ম হয়েছে।
পূর্বের পোস্ট :