জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশি পণ্য ব্যবহার এবং বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। অনেকেই মোদির এ ভাষণকে স্বদেশী আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন।
মোদি এমন এক সময়ে গাঁট বেঁধে ‘মেইড ইন ইন্ডিয়া’ পণ্যের ব্র্যান্ডিং করছেন, যখন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
ট্রাম্প প্রশাসনের শুল্কের ধাক্কা সামলাতেই দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন মোদি। গত মাস থেকে মোদি সমর্থকেরা ভারতে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল বর্জনের প্রচারণা চালাচ্ছেন। যদিও ভারতে এসব ব্র্যান্ড খুবই জনপ্রিয়।
আমরা অজান্তেই বিদেশি পণ্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি। অথচ আমাদের নিজেদের অনেক সম্ভাবনা আছে। বিদেশি পণ্য ছেড়ে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে,’ বলেন মোদি।
এখন থেকে ভারতে তৈরি পণ্য কেনার জন্য জনসাধারণকে নিজের বক্তব্যের মাধ্যমে উদ্বুদ্ধ করেন মোদি।
ভারত প্রায় দেড়শ' কোটি মানুষের বড় ভোক্তা বাজার। যুক্তরাষ্ট্রের অনেক পণ্যের ওপর ভারতের বড় অংশের ভোক্তারা নির্ভরশীল। বিশেষ করে ই-কমার্সে আমেরিকান কোম্পানি অ্যামাজনের বড় বাজার রয়েছে ভারতে।
এ অবস্থায় মোদির ডাকা স্বদেশী আন্দোলন কতটা কাজে দেবে, তা নিয়ে সন্দিহান অনেকে।
সম্প্রতি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের যুক্তরাষ্ট্র ভ্রমণের কথা জানা গেছে। ধারণা করা হচ্ছে, পীযূষের এই ভ্রমণের মূল উদ্দেশ্য শুল্ক হ্রাসে দুই দেশের একটি বোঝাপড়ায় আসা।
সূত্র: রয়টার্স