খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টায় রামেসু বাজারে সংঘর্ষের এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়, যাত্রায় বাজারের বেশ কয়েকটি দোকান ও পাশের বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসক মো.এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, “ঘটনাস্থল দেখে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত। আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বাজারের দোকানপাট জ্বলতে দেখা গেছে, যেখানে অধিকাংশ দোকানী পাহাড়ি বাসিন্দা।

এর আগে ১৪৪ ধারা জারির মধ্যেই ‘জুম্ম ছাত্র জনতা’ নামে একটি সংগঠন সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী অবরোধ তুলে দেওয়ার অনুরোধ করলে অবরোধকারীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে সংঘর্ষ শুরু হয়। এলাকায় গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

এই ব্যাপারে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সাড়া পাওয়া যায়নি।

এর আগে শনিবার থেকে গুইমারা উপজেলায় অবনতিপ্রবণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার এ নির্দেশনা জারি করেন।

বর্তমানে গুইমারায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।