শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। তিনি বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার মান নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মসচিব বলেন, শিশুদেরকে যেভাবে শেখানো হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তারা আমাদের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে থাকে। এ কারণে শিক্ষার ক্ষেত্রে কোনো রূপ অবহেলা করা যাবে না। তিনি প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
‘ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতো সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরভিত্তিক, বৌদ্ধদের জন্য প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান। এসব কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে উঠবে,’ যোগ করেন তিনি।
ধর্মসচিব আরও বলেন, হজ ব্যবস্থাপনা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি অন্যতম কাজ। এ বছর হজ ব্যবস্থাপনা সাবলীল ও মসৃণ হয়েছে এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও নিরাপদ করা সম্ভব। সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।এ সময়ে জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তারিকুল ইসলাম, সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সভায় ইসলামিক মিশন সেন্টারের চিকিৎসক, মডেল মসজিদের ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ধর্ম সচিব জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া মাদারগঞ্জ উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় পরিচালিত পশ্চিম তারতাপাড়া মমতাজ মাওলানা জামে মসজিদ কেন্দ্র পরিদর্শন করেন।