স্পোর্টস ডেস্ক: লা লিগার মাদ্রিদ ডার্বিতে রোববার এক ঐতিহাসিক ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে বিপ্লব সৃষ্টি করেছে আতলেতিকো মাদ্রিদ। ১৯৫০ সালের পর প্রথমবারের মতো কোনো এক ম্যাচে রিয়ালের বিরুদ্ধে পাঁচ গোল করার নজির গড়ল, যা দীর্ঘ ৭৫ বছর পরে সম্ভব হলো।
৭০ হাজার দর্শকের সামনে এস্তাদিও মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল লিগে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে অপরাজিত অবস্থায় ছিল, আর আতলেতিকোর ছয় ম্যাচে মাত্র দুটি জয়—তাই রিয়ালকে আগেভাগেই ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে সব হিসেব উল্টে গেল।
সিমিওনের মাস্টারক্লাস
অতি দুর্বল অবস্থায় থাকা আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনেকে ম্যাচের অন্যতম বড় কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৌশলগত লড়াইয়ে রিয়ালের কোচ জাবি আলোনসোকে সরলভাবে হারিয়ে দিয়ে তিনি খেলোয়াড়দের মানসিকভাবে সজাগ রাখতে পেরেছেন। ‘চাপ নয়, খেলো এবং উপভোগ করো’—ড্রেসিংরুমে এই বার্তাই দলের মনোবলকে জোরদার করেছে।
সিমিওনের পরিকল্পনায় রিয়ালের ফুলব্যাকদের পেছনে গিয়ে জায়গা নেওয়া ছিল মূল কৌশল, যা নিকো গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও অন্যান্যরা সফলভাবে প্রয়োগ করেছেন। ফলে রিয়ালের রক্ষণ ভেঙে পড়েছে।
সরলথের দারুণ ভূমিকা
সিমিওনের অন্য চমক ছিল নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলথকে শুরু থেকেই মাঠে রাখা। সরলথের এয়ার বল দখলের ক্ষমতা আতলেতিকোর জন্য অতুলনীয় সাপোর্ট তৈরি করেছে। যোগ করা সময়ের গোলে ম্যাচে সমতা ফেরানো তার এই কৌশলের সফলতার বড় প্রমাণ।
ছন্দহীন রিয়ালের দুরবস্থা
যদিও এমবাপ্পে এবং ভিনিসিয়াসের কিছু দারুণ মুহূর্ত ছিল, সামগ্রিকভাবে রিয়াল ছন্দ হারিয়েছে। ১৩টি শটের মধ্যে সাতটি আতলেতিকোর লক্ষ্যে পড়ার মতো ছিল, আর রক্ষণে তারা একেবারেই ব্যর্থ। দলের কোনো পরিকল্পনাও ছিল না চাপ সামলানোর।
আলভারেজের ঝড়
আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ম্যাচের নায়ক। রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিকের পর ম্যাচেও তার দুর্দান্ত ছন্দ বজায় ছিল। আলভারেজ দুই গোল করেছেন এবং তিনটি সুযোগ তৈরি করেছেন, যা রিয়ালের রক্ষণকে ভয়ঙ্কর দুর্বলতায় ঠেলে দিয়েছে।