সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে পতনের সঙ্গে লেনদেন শেষ হয়েছে। সূচক, বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং সামগ্রিক লেনদেন কমেছে।

লেনদেন শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক নিম্নমুখী ছিল এবং লেনদেন শেষ পর্যন্ত সেই ধারা বজায় থাকে। প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমেছে।

শরীয়া ভিত্তিক ডিএসইএস ৬ এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০  ১৭ পয়েন্ট কমেছে।

লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২৮২ কোম্পানির শেয়ারদর কমেছে, ৭০ কোম্পানির বেড়েছে এবং ৪৪ কোম্পানির অপরিবর্তিত আছে। এ, বি, জেড— তিনটি ক্যাটাগরিতে বেশিরভাগের শেয়ারদর কমেছে। এ ক্যাটাগরির ৪২ কোম্পানির দর বেড়েছে, ১৬০ কোম্পানির কমেছে, আর ১৬ কোম্পানির অপরিবর্তিত আছে।

ব্লক মার্কেটে ২৬ কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে ৪৩ কোটি টাকায়। এর মধ্যে সর্বোচ্চ বিক্রি করেছে ব্র্যাক ব্যাংক, ২১ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৫৬০ কোটি টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৭০৮ কোটি টাকা।

পুঁজিবাজারে শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, শেয়ার ১০ শতাংশ বেড়েছে। তলানিতে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দর ৭ শতাংশের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন হয়েছে; সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া ২০৬ কোম্পানির মধ্যে ১৩৫-এর দর কমেছে, ৫২-এর বেড়েছে এবং ১৯-এর অপরিবর্তিত আছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকায়, যা আগের কার্যদিবসের ২১ কোটি টাকার তুলনায় কম।

শীর্ষে শমরিতা হাসপাতাল লিমিটেড, দাম ১০ শতাংশ বেড়েছে। তলানিতে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, দাম ১০ শতাংশ কমেছে।