খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন জন পাহাড়ি নিহত হয়েছেন। রবিবার গুইমারায় সহিংসতায় তাদের প্রাণহানি ঘটেছে।

সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

তিনি বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। তাদের তাদের পরিচয় কিংবা কাদের হামলায় তাদের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করতে পারিনি।

তবে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে তিন পাহাড়ি নিহত ও মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।