ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বছরের শুরুর দিককার সাক্ষাৎ সুখকর না হলেও এবারের জাতিসংঘ অধিবেশনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প।

এতদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভূমি সমঝোতার কথা বললেও এবার ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন দখল হওয়া সব ভূমি ফিরে পেতে সক্ষম। তবে ঠিক কোন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করবে সে বিষয়ে কিছু জানাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

রাশিয়ার ওপরে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, লক্ষ্যহীনভাবে যুদ্ধ করছেন পুতিন। চাইলে এ যুদ্ধ এক সপ্তাহে শেষ করা যায়। সেটিকে বছরের পর বছর ধরে টেনে চলছেন তিনি। বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছেন পুতিন।

আগস্টের মাঝামাঝি সময়ে আলাস্কায় সাক্ষাৎ করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনকে লাল গালিচার সম্মান দেন ট্রাম্প—যা নিয়ে পশ্চিমাদের মধ্যে সৃষ্টি হয়েছে ট্রাম্পের প্রতি মনোমালিন্য। তবে এক মাসের মাথায় পুতিন নিয়ে এবার সুর পাল্টালেন ট্রাম্প।

জেলেনস্কি ট্রাম্পকে রাশিয়ার ওপর আরও চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন; সুপারিশ করেছেন বাড়তি নিষেধাজ্ঞা আরোপের। তবে এ বিষয়ে পরিষ্কার কোনো বার্তা দেননি ট্রাম্প।

ন্যাটোকে উদ্দেশ করে ট্রাম্প বলেছেন, "সহযোগিতা অব্যাহত থাকবে। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সচেষ্ট।"

তবে একেক সময়ে এ যুদ্ধ নিয়ে ট্রাম্পের একেক প্রতিশ্রুতিতে সিদ্ধান্তের দোলাচলে আছে ইউরোপের দেশগুলো।