শান্তিতে নোবেল পুরস্কার চান ট্রাম্প। আর এবার ট্রাম্পের সেই ইচ্ছাকেই খোঁচা মারলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বললেন, শান্তিতে নোবেল পেতে চাইলে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে।
মঙ্গলবার ফ্রান্সের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, গাজায় শান্তি আনতে পারলেই কেবল নোবেলের দাবিদার ট্রাম্প।
যুক্তরাষ্ট্র চাইলে গাজায় শান্তি আসতে সক্ষম হবে বলে মনে করেন মাখোঁ। এক্ষেত্রে একমাত্র সমাধান ট্রাম্পের ঐকান্তিক প্রচেষ্টা।
মাখোঁ বলেন, ‘আমরা ইসরায়েলকে অস্ত্র দিই না। ইসরায়েলের অস্ত্রের জোগান আসে যুক্তরাষ্ট্র থেকে। তারা অস্ত্র দেওয়া বন্ধ করলে, সহযোগিতা না করলে আপনা–আপনিই যুদ্ধ থেমে যাবে।’
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সরব হয়েছে পশ্চিমা দেশগুলো। সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্স।
তবে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের একাট্টা অবস্থান ভালোভাবে নেননি ট্রাম্প। অভিযোগ করেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে হামাসকেই সহযোগিতা করা হচ্ছে।
নির্বাচনে জয়লাভ করেই বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প, যার মূল উদ্দেশ্য শান্তিতে নোবেল পাওয়া। এমনকি নোবেল কমিটিকে ফোন দিয়ে তোষামোদ করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।
শান্তিতে নোবেল জয়ের লক্ষ্যে ইসরায়েল, কম্বোডিয়া ও পাকিস্তানের মতো দেশের সমর্থন জোগালেও গাজার গণহত্যা কিছুতেই ট্রাম্পকে শান্তির প্রতীক হওয়ার সুযোগ দিচ্ছে না। আর এ নিয়েই মাখোঁর এবারের স্পষ্ট বার্তা।
সূত্র: রয়টার্স