হঠাৎ সাইবার হামলায় ইউরোপের অনেক ব্যস্ত বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন ও ফ্লাইটে ব্যাপক বিলম্ব ঘটে।

শনিবার লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের সফটওয়্যারে সমস্যা দেখা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

কর্মকর্তারা জানান, সমস্যা কেবল ইলেকট্রনিক চেক-ইন ও লাগেজ জমার অংশে, আপাতত হাতে কাজ করতে হচ্ছে তাদের।

হিথ্রো যাত্রীদের ফ্লাইটের অবস্থা জানতে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর সতর্ক করেছে, বিলম্ব বা ফ্লাইট বাতিল হতে পারে। বার্লিন বিমানবন্দরও দীর্ঘ লাইনের কথা জানিয়ে যাত্রীদের ধৈর্য ধরতে অনুরোধ করেছে।

অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট, জুরিখ ও প্যারিসের বিমানবন্দরে কোনো সমস্যা দেখা যায়নি। এখন পর্যন্ত কেউ এই সাইবার হামলার দায় স্বীকার করেনি; তথ্য চুরিরও কোনো প্রমাণ মেলেনি এখনো।