নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছেন, বিধিবহির্ভূত হওয়ায় কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেয়ার সুযোগ নেই।

মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৯ অক্টোবরের মধ্যে তফসিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। তা না হলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে।

এনসিপির সঙ্গে শাপলা প্রতীক নিয়ে আড়াই ঘণ্টার ওপরে আলোচনা হয়েছে। আমরা তাদের ব্যখ্যা দিয়েছি কেন শাপলা প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব না," বলেন ইসি সচিব।

নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে আগে যে অবস্থানে ছিল, এখনো একই অবস্থানে আছে বলে জানান তিনি।

এর আগে রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, বিধান হলো যে তালিকাভুক্ত প্রতীক আছে, ওখান থেকে নিতে হবে। এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা প্রতীক কমিশন কাউকে দেয়নি। তবে কমিশন চাইলে প্রতীক বাড়াতে ও কমাতে পারে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি। কিন্তু তাদের চাওয়া শাপলা প্রতীক ইসির সংশ্লিষ্ট বিধিমালায় নেই। তাই বিধিমালায় থাকা একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে জানাতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি। তবে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে এনসিপি বলেছে, তারা আশা করে, সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেবে।