বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছে, বিএনপির ‘প্যাঁচে’ না পড়ে নভেম্বরের শেষদিকে গণভোট আয়োজনের উদ্যোগ নিতে।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তাহের বলেন, ‘গণভোট নিয়ে শেষ পর্যন্ত বিএনপি রাজি হয়েছে, তবে তারা একটা জটিলতা তৈরির চেষ্টা করছে। তারা বলছে, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে। কিন্তু দুইটা একেবারে আলাদা বিষয়—জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে কারা দেশ চালাবে, আর গণভোট হচ্ছে সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদনের ব্যাপার।’
তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে সংস্কারগুলো আলাদাভাবে পাস করতে হবে। জনগণ যদি চায়, তাহলে পাস হবে; না চাইলে হবে না। কারণ এটা জনগণেরই সর্বোচ্চ ক্ষমতা।’
বিএনপিকে উদ্দেশ করে তাহের বলেন, ‘তারা শুরুতে গণভোট চায়নি। জনগণের চাপ ও মনোভাব দেখে রাজি হয়েছে। কিন্তু এখনো প্যাঁচ রাখছে। আমরা বলেছি—কোনো প্যাঁচ-ম্যাচ নয়, সহজভাবে আগে গণভোট হতে হবে।’
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছি, নভেম্বরের শেষে গণভোট করলে সময়ের কোনো সমস্যা হবে না। এরপর আড়াই মাস সময় থাকবে জাতীয় নির্বাচনের জন্য। দেশের কল্যাণে কিছু ব্যয় করে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা যায়, সেটিই উত্তম।’
তিনি বলেন, ‘আমরা চাই, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে ফেব্রুয়ারিতে একটি আনন্দঘন নির্বাচনে সবাই অংশ নিতে পারে।’
তাহের অভিযোগ করেন, ‘দেশের ৭০ থেকে ৮০ শতাংশ আমলা বিএনপিপন্থী। নির্বাচন কমিশন, সচিবালয়, পুলিশ প্রশাসন—সব জায়গায় একই অবস্থা। আমরা বলেছি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। নির্বাচনের আগে যেখানে রদবদল দরকার, সেখানে করুন।’
তিনি বলেন, ‘সম্প্রতি বিএনপি নেতাকর্মীরা শিবিরের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। নোয়াখালীর কবিরহাটে দুই দিন আগে ছাত্রশিবিরের বৈঠকে বিএনপির কর্মীরা প্রকাশ্যে হামলা করেছে। এখনই যদি এ রকম পরিস্থিতি শুরু হয়, নির্বাচনে কী হবে?’
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি—আপনার প্রতি আমাদের আস্থা আছে। তবে আপনার আশপাশের কিছু লোক আপনাকে বিভ্রান্ত করছে এবং একটি দলের পক্ষে কাজ করছে। আমরা তাদের সময় দিচ্ছি। যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে আমরা করণীয় পদক্ষেপ নেব।’
সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
পূর্বের পোস্ট :