ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। এ তিনজনই বিএনপির নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্য।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্যানেলসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।
এর আগে গত ৩ আগস্টও সিইসির সঙ্গে বৈঠক করেছিল বিএনপির প্রতিনিধি দল।
পূর্বের পোস্ট :