নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, দেশের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৯ কোটি এবং এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ। তিনি বলেন, এই তথ্য ভোটার তালিকা থেকে সংগ্রহ করা হয়েছে যা তাদের দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক। তবে সরকারি সংস্থা বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস (বিবিএস)-এর দেওয়া জনসংখ্যার তথ্য তিনি ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবে মন্তব্য করেছেন।রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এক সংলাপে তিনি এসব কথা জানান।তাহমিদা বলেন, “আমরা যে ভোটার তালিকা করেছি, তা বাড়ি বাড়ি গিয়ে তৈরি করা হয়েছে। এই তথ্য আমাদের কাছে সঠিক। বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৯ কোটি এবং এর মধ্যে ঢাকায় বসবাসকারী মানুষ ১ কোটি ৫১ লাখ।” তিনি আরও জানান, বিবিএস একবার বড় সংখ্যা প্রকাশ করলেও পরে সেটি কমানোর অনুরোধ পেয়েছে, যার ফলে তথ্য নিয়ে সংশয় রয়েছে।এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে ...