দেশে ভূমিকম্পের ঝুঁকিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পেট্রোবাংলার অধীনে থাকা সব কোম্পানির গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে পেট্রোবাংলা এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে। ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত যেসব স্থানে গ্যাস অনুসন্ধান ও ওয়ার্কওভারের কাজ চলমান আছে, তা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, কূপ খনন ও সাইসমিক জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং জননিরাপত্তার বিষয়ে চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পেট্রোবাংলার অপারেশনস অ্যান্ড মাইন্স পরিদপ্তরের মহাব্যবস্থাপক (এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি) শামছুন্নাহার বলেন, "ভূমিকম্পের মধ্যে কূপ খনন কার্যক্রম চালু রাখা কর্মীদের জন্য বিপদজ্জনক। তাই ঝুঁকিপূর্ণ এই ৪৮ ঘণ্টা সব কূপ খনন বন্ধ থাকবে।"

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, জ্বলানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদি ৪৮ ঘণ্টার মধ্যে আর কোনো ভূমিকম্প না হয় তাহলে কূপ খনন কার্যক্রম ২৫ নভেম্বর সকাল থেকে পুনরায় চালু করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে আটটি স্থানে পেট্রোবাংলার অধীনে কূপে গ্যাস অনুসন্ধান, ওয়ার্কওভার এবং জরিপ কার্যক্রম চালু আছে।

এর মধ্যে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপের খনন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।