বন্ধুদের সঙ্গে ট্যুর হোক বা একাকী অ্যাডভেঞ্চার, প্রতিটি যাত্রা আমাদের নতুন স্মৃতি তৈরির সুযোগ দেয়। আর এই নতুন স্মৃতিগুলো ধরে রাখতে যাত্রাপথের সেরা সঙ্গী হিসেবে ভিভো নিয়ে এলো ভি৬০ লাইট—যা স্মৃতিগুলো রাখে জীবন্ত আর সঙ্গে দেয় ভ্রমণের স্টাইলিশ লুক।

আকর্ষণীয় অফারের সঙ্গে বাজারে এসেছে ভিভো ভি৬০ লাইট। ফাইভজি এবং ফোরজি দুটি সংস্করণে ফোনের দাম যথাক্রমে ৪৩,৯৯৯ টাকা ও ৩৪,৯৯৯ টাকা। ক্রেতারা পাচ্ছেন ২,৫০০ টাকার বিশেষ গিফট প্যাক জেতার সুযোগ, যাতে রয়েছে স্টাইলিশ ট্রাভেল ব্যাগ ও রিরো এস৯০ পাওয়ার ব্যাংক। এছাড়া, ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ৭,০০০ টাকা থেকে মোমো কিস্তিতে ফোনটি কেনা যাবে।

ভ্রমণের স্মৃতি জীবন্ত রাখতে ভি৬০ লাইটে যুক্ত হয়েছে এআই মাস্টার এইচডি অ্যালগরিদম, যা ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অ্যাডভান্সড এআই অরা লাইট ৩.০-এর সহায়তায় তোলে আরও উজ্জ্বল ও পরিষ্কার ছবি। আলোর ক্ষেত্রকে ৪.২ গুণ পর্যন্ত বাড়িয়ে দ্বিগুণ জুমেও প্রতিটি ডিটেইল রাখে স্পষ্ট। অন্ধকারেও উজ্জ্বল ছবি তোলে ইন্ডাস্ট্রির সেরা নাইট পোর্ট্রেট অভিজ্ঞতা। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকছে ভিভো ভি৬০ লাইটে। এছাড়াও, থাকছে বিশেষ কিছু সুবিধা, যা ছবিকে আরও এনহ্যান্স করবে। যেমন—স্মার্ট লাইটিং কন্ট্রোল প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে আলোর রঙ ঠিক করে সেরা নাইট পোর্ট্রেট অভিজ্ঞতা দেয়; আর মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ-তে থাকছে ৩টি ভিন্ন অপশন।

কল্পনাকে বাস্তবে রূপ দিতে এতে থাকছে এআই ফোর সিজন পোর্ট্রেট, যা মুহূর্তেই ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টে দেয় শীত, শরৎ, বসন্ত বা গ্রীষ্মের আবহে। এছাড়াও, ব্যাকগ্রাউন্ড থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত বস্তু সরাতে আছে উন্নত এআই ইরেজ ৩.০

ব্যাকপ্যাক বা হ্যান্ডব্যাগে সহজে ফিট হওয়ার মতো ডিজাইন করা হয়েছে ভিভো ভি৬০ লাইটকে। মাত্র ১৯৪ গ্রাম ওজনের ৭.৫৯ মিমি স্লিম ফ্রেম ও ৬.৭৭ ইঞ্চির আল্ট্রা-থিন বেজেল অ্যামোলেড ডিসপ্লে ট্রাভেল কিংবা উইকেন্ড গেটওয়েতে দেয় কমফোর্ট ও স্টাইলিশ লুক। টাইটানিয়াম ব্লু ও এলিগ্যান্ট ব্ল্যাক—দুটি ভিন্ন রঙে মন কাড়ছে সবার।

পারফরম্যান্সের জন্য আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, স্মার্ট কুলিং সিস্টেম, ৬,৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ। স্টোরেজ হিসেবে ফাইভজি সংস্করণে থাকছে ১২ জিবি র‍্যাম এবং ফোরজি সংস্করণে ৮ জিবি র‍্যাম। এক্সটেন্ডেড র‍্যামের সুবিধাসহ থাকছে ২৫৬ জিবি রম।

স্টুডিও-গ্রেড ক্যামেরা ও স্মার্ট এআই ফিচারের নিখুঁত সংমিশ্রণে, ভিভো ভি৬০ লাইট হয়ে উঠেছে অ্যাডভেঞ্চারপ্রেমী ও তরুণ প্রজন্মের সেরা পছন্দ।