বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে যে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা একই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবে।

আজ ঢাকার এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ লক্ষ্য ঘোষণা করেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে বিবি গেটস ফাউন্ডেশনের মজালুপ (Mojaloop)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। মজালুপ একটি ওপেন-সোর্স সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন সংস্থাকে একই প্রযুক্তিগত ব্যবস্থায় যুক্ত হতে সহায়তা করে। 

মজালুপকে ভিত্তি করে যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে, তার নাম রাখা হবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন এখন জরুরি। তিনি বলেন, “আগামী দিনে এই ব্যবস্থায় যেতেই হবে। এটি বাড়াবে স্বচ্ছতা, কমাবে দুর্নীতি এবং রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব ফেলবে।”

এছাড়া তিনি জানান, আন্তঃপরিচালনযোগ্য এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে আর ‘ক্যাশ-আউট’ করার প্রয়োজন পড়বে না, কারণ সব লেনদেন একই নেটওয়ার্কের আওতায় তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল আর্থিক খাত আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠবে।