ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাজধানীতে বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইন-শৃঙ্খলার ভয়াবহ অবস্থা প্রতিফলিত করছে এবং এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৫ সালে রাজধানীর বিভিন্ন কবরস্থানে মোট ৬৪৩টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এর মানে প্রতি মাসে প্রায় ৫৪টি অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে। এর আগে, ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫৭০।
পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬ মাসে দেশে মোট ৪,৭৩২টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আন্তরিক ও জোড়ালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে সরকারের কার্যক্রম যথেষ্ট কার্যকর মনে হচ্ছে না। মানুষ নিরাপত্তা চায়, আর রাষ্ট্র যদি তা দিতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের মূল ধারণা ক্ষুণ্ণ হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনের প্রচারণা শীঘ্রই শুরু হতে যাচ্ছে। গ্রামে-গঞ্জে জাতীয় নেতারা ছড়িয়ে পড়বেন। তাদের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। তা না হলে উৎসবমূখর নির্বাচনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে না।”
পূর্বের পোস্ট :