রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিসের দেয়া তথ্যমতে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনে সকাল ৭:৫০ মিনিটে আগুন লাগে। সকাল ৮ টার মধ্যে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস পৌঁছায়।

সকাল ৮:২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার মধ্যে পুরোপুরি আগুন নেভানো হয়। আগুনের ঘটনায় তিন জন নিহতের পাশাপাশি ১৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়ছে।

প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায় নি।