অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট দুর্নীতির আরেক মামলার রায় ঘোষণা করেছে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত। এবার দোষী সাব্যস্ত হয়েছেন তিনজন—শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

রায়ে শেখ রেহানাকে সাত বছর, শেখ হাসিনাকে পাঁচ বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাটের অস্তিত্ব গোপন করে আইন ভেঙে শেখ রেহানা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট নেন। বোনের এ প্লট বরাদ্দে ‘ক্ষমতার অপব্যবহার করে সহায়তা’ করেন শেখ হাসিনা। আর টিউলিপ সিদ্দিক তাঁর মা রেহানাকে প্লট পেতে ‘খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন’।

এর আগে গত বৃহস্পতিবার পূর্বাচল প্লট দুর্নীতির তিনটি মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেন অন্য একটি আদালত। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয় পাঁচ বছর করে দণ্ড।

গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পূর্বাচল প্লট দুর্নীতির আরও দুটি মামলা এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের সঙ্গে আসামি হিসেবে আছেন টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তী।