ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭০টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানে দলটি এই তালিকা প্রকাশ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রবসহ দলের অন্যান্য নেতারা।

তালিকা প্রকাশের আগে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়—গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে আরও এগিয়ে নেওয়া। তাঁর কথায়, সাংগঠনিক পুনর্গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রচারের মাধ্যমে রাষ্ট্রসংস্কারের দাবিগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য।

তানিয়া রব বলেন, শুধু নির্বাচনে অংশ নেওয়ার মধ্যেই জেএসডির লক্ষ্য সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আবদ্ধ জনগণ গণতন্ত্রের স্বাভাবিক প্রবাহ অনুভব করতে পারে—এই লক্ষ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁর মতে, মতাদর্শগত পার্থক্য থাকলেও গণতান্ত্রিক শক্তিগুলো নির্বাচনকে ঘিরে নতুন এক সৌহার্দ্য গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী প্রবণতা থেকে সরে গণতান্ত্রিক ধারায় ফেরার প্রথম ধাপ হলো এই নির্বাচন। সেই ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলে রাষ্ট্র পুনর্গঠনের বৃহত্তর পর্বে দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে এগিয়ে আসবে—এমনটাই জেএসডির প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়াসহ অন্যান্য নেতারা।