জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে আলোচনা চলমান আছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এনসিপি
"জোট গঠন নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নেয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে," আওয়ামী লীগের সময়ে আখতারের বিরুদ্ধে হওয়া এক মামলার জামিন নিতে রোববার দুপুরে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন তিনি
আখতার জানান, এনসিপি তাদের মূল আদর্শে অটুট আছে। যেভাবে জুলাই বিপ্লবে এনসিপির সদস্যরা নেতৃত্ব দিয়েছে সেভাবে দেশকেও নেতৃত্ব দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার দল
জামায়াতের সঙ্গে জোটে যাওয়াকে কেন্দ্র করে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবিনের পদত্যাগের কোনো প্রভাব এনসিপির ওপরে পড়বে না বলে জানান আখতার।
"দলে যোগ দেয়া কিংবা দল থেকে পদত্যাগ করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগেও এনসিপি থেকে অনেকে পদত্যাগ করেছেন, আবার অনেকে এনসিপিতে যোগও দিয়েছেন। দল দলের নিয়মে চলবে," বলেন আখতার।
জাতীয় নাগরিক কমিটি থেকে এনসিপি গঠনের সময়েও অনেকে পদত্যাগ করেছে উল্লেখ করে আখতার বলেন, "সেসময়েও অনেকে বলছে এনসিপির ভবিষ্যৎ শঙ্কার মধ্যে আছে। কিন্তু তেমন কিছুই ঘটেনি। এবারও ঘটবে না। এসব পদত্যাগের ঘটনায় আমরা বিচলিত নই।"
এর আগে শনিবার মধ্যরাতে এক বিবৃতিতে জামায়াতের সঙ্গে জোট গঠন প্রসঙ্গে এক বিবৃতিতে আখতার জানান, ঐকমত্য কমিশনে সংস্কার প্রসঙ্গে এনসিপির সঙ্গে বিএনপির মতভিন্নতা থাকলেও জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে ঐকমত্য ছিল। সংস্কারের এই ঐক্যের জায়গা থেকেই জামায়াতের সঙ্গে জোট গঠনের কথা ভাবছে এনসিপি।
এদিকে এনসিপির সঙ্গে জামায়াতের জোট গঠনের বিষয়টিতে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এনসিপির ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি লিখে জানিয়েছে, তারা চান না এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হোক।
জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে মতানৈক্য থাকায় শনিবার সন্ধ্যায় এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা, জানান স্বতন্ত্র নির্বাচন করবেন। রোববার পদত্যাগ করেন তাজনূভা জাবীন এবং তিনি জানান ত্রয়োদশ নির্বাচনে তিনি অংশ নেবেন না।
জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সঙ্গে দ্বিমত পোষণ করে আরেক নেত্রী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, এটি হবে এনসিপির জন্য ভুল সিদ্ধান্ত। যদি এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয় তাহলে তাদের চরম মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পূর্বের পোস্ট :