বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন। দেশে ফেরার পর এটিই হবে তাঁর প্রথমবারের মতো ওই কার্যালয়ে উপস্থিতি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, তারেক রহমান বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন।

দলীয় সূত্র জানায়, গুলশান কার্যালয় থেকেই তিনি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য ভবনটির দ্বিতীয় তলায় তাঁর জন্য একটি নতুন কক্ষ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি পৃথক চেম্বার স্থাপন করা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশান ও নয়াপল্টনের দুই কার্যালয়ই নতুন করে রং করা, পরিষ্কার ও সাজানো হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি গুলশানের রোড নম্বর ৯০-এ একটি চারতলা ভবন ভাড়া নিয়েছে, যা নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। এই ভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে ব্রিফিং কক্ষ, বিভিন্ন বিভাগের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং একটি গবেষণা সেল। এই কার্যালয় থেকেই নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম সমন্বয় করা হবে।

প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ দেখা গেছে।

দেশে ফেরার সময় রাজধানীতে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে তাঁকে বিপুল ও আনন্দঘন সংবর্ধনা দেওয়া হয়। দলের শীর্ষ নেতারা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।