জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা।
শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও প্রচার সম্পাদক মুশফিকুস সালেহীন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. তাসনিম জারা এর আগে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে আজ সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন ও সাহসী পোস্টে তিনি জানান, কোনো দল বা জোটের হয়ে নয়, বরং ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসনের জনগণের মুখোমুখি হতে চান তিনি।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে ডা. জারা লেখেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি দলের প্ল্যাটফর্ম থেকে এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
দলের পদ ছাড়ার ফলে কোনো সুসংগঠিত কর্মী বাহিনী বা রাজনৈতিক সুরক্ষা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষায় আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে থাকার প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে তিনি ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের ঘোষণা দিয়েছেন। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
একই সঙ্গে রাজনৈতিক সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দিয়েছেন, যারা আগে তাকে দলীয় প্রার্থী ভেবে অনুদান দিয়েছিলেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারবেন। এ জন্য তিনি একটি বিশেষ ফরমও শেয়ার করেছেন।
রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসনে এনসিপির শীর্ষ সারির এই নেত্রীর হঠাৎ পদত্যাগ এবং স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা ঢাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পূর্বের পোস্ট :