জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে আলোচনা চলমান আছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এনসিপি"জোট গঠন নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নেয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে," আওয়ামী লীগের সময়ে আখতারের বিরুদ্ধে হওয়া এক মামলার জামিন নিতে রোববার দুপুরে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন তিনিআখতার জানান, এনসিপি তাদের মূল আদর্শে অটুট আছে। যেভাবে জুলাই বিপ্লবে এনসিপির সদস্যরা নেতৃত্ব দিয়েছে সেভাবে দেশকেও নেতৃত্ব দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার দলজামায়াতের সঙ্গে জোটে যাওয়াকে কেন্দ্র করে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবিনের পদত্যাগের কোনো প্রভাব এনসিপির ওপরে পড়বে না বলে জানান আখতার।"দলে যোগ দেয়া কিংবা দল থেকে পদত্যাগ করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগেও এনসিপি থেকে অনেকে পদত্যাগ করেছেন, আবার অনেকে এনসিপিতে যোগও দিয়েছেন। দল দলের নিয়মে চলবে," বলেন আখতার।জাতীয় নাগরিক কমিটি থেকে ...