জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিলেও জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি সনদে স্বাক্ষরের বিষয়ে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে। আইনি ভিত্তি পরিষ্কার হলে এনসিপি সনদে সই করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।এ বিষয়ে এনসিপির শীর্ষ পর্যায়ের চারজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ৩১ অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। এর আগেই এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে।এরইমধ্যে গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান। দলটির পক্ষ থেকে আইনি ভিত্তি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টাকে জারি করার দাবি জানানো হয়।এনসিপির নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ও পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ এবং সরকারের সিদ্ধান্ত দেখার পরই তারা আনুষ্ঠানিক অবস্থান নেবে।১৭ ...