প্রবাসী বাংলাদেশিরা আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ‘এক ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে চিহ্নিত হবে।
সিইসি জানান, প্রবাসীরা ‘আউট অফ কান্ট্রি ভোটিং’–এ নিবন্ধন করলেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে।
অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য, প্রবাসের ঠিকানা দিতে হবে। পাশাপাশি ফেইস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
সিইসি বলেন, নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার এবং ফেরত পাঠানোর জন্য খাম পৌঁছে দেওয়া হবে। ভোট দেওয়ার পর খামটি পোস্ট অফিসে জমা দিলেই তা যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীরা এ সুযোগ কাজে লাগাবেন। সিইসি আরও বলেন, প্রবাসী ভোটের এ উদ্যোগ ‘একটি ঐতিহাসিক সূচনা’, যা ভবিষ্যতে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
ভোট প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে, বিদেশে বাংলাদেশের দূতাবাসে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
পূর্বের পোস্ট :