বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে নিয়োগ দিতে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
এ বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন এবং প্রশাসন ক্যাডারে ২০০ জন।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
২০২৫ সালের ১ নভেম্বর যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকবে, তারা আবেদন করতে পারবেন।
দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরের মধ্যে ৫০তম বিসিএসের পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে পিএসসির। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী বছরের ৩০ জানুয়ারি, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১০ ফেব্রুয়ারি। ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ৩০ জুলাই ফল প্রকাশ হতে পারে। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ অগাস্ট থেকে এবং চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ নভেম্বর।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি বিভাগীয় শহরে। মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয়ে হবে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পূর্বের পোস্ট :