বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ অভিযোগ করেছেন, রাশিয়ার গোয়েন্দারা মানবপাচারকারীদের সঙ্গে যোগসাজশ করে ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে কাজ করছে।

‘দ্য টাইমস’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিতভ বলেন, তার সরকারের কাছে প্রমাণ আছে যে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি জড়িত সেই অপরাধচক্রের সঙ্গে, যারা অবৈধভাবে অভিবাসীদের ইউরোপে প্রবেশ করাচ্ছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যকে অস্থিতিশীল করাই এই অভিবাসন ঢলের উদ্দেশ্য।

আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্যোগে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীরা পশ্চিম বলকান অঞ্চলের মধ্য দিয়ে অবৈধ অভিবাসন ঠেকাতে যৌথ কৌশল নিয়ে আলোচনা করবেন। তার আগেই রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রুশ গোয়েন্দারা কেবল পাচারকারীদের সহায়তাই করছে না, বরং যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকে বিতাড়ন এড়াতে অভিবাসীদের পরামর্শও দিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু বামপন্থি মানবিক সংগঠনও পাচারচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হয়েছে বুলগেরিয়া। ফলে তুরস্ক হয়ে সেখানে প্রবেশ করা অভিবাসীরা সহজেই ইউরোপের অন্যান্য দেশে পৌঁছে যেতে পারছেন।

মিতভ বলেন, কিছু এনজিও হয়তো অসতর্কভাবেই রাশিয়া ও মানবপাচারকারীদের সহায়তা করছে।

‘নব্য-মার্কসবাদী এই গোষ্ঠীগুলো আদর্শিক অজুহাত দেখিয়ে তাদের কর্মকাণ্ডের যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে,’ বলেন তিনি। ‘মূলত দরিদ্রদের ইউরোপে বসতি স্থাপনের স্বাধীনতা এবং সীমান্তহীন বিশ্বের স্বপ্ন দেখিয়ে তারা অপরাধচক্রের হাতকেই শক্তিশালী করছে।’