ইরান, রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘকে জানিয়েছে, ২০১৫ সালে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবেচনারও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে ওই তিন দেশ বলেছে, ‘২২৩১ প্রস্তাবের অধীনস্থ সব বিধানের মেয়াদ ১৮ অক্টোবর ২০২৫-এ শেষ হয়েছে।’
এই ২২৩১ প্রস্তাবই ২০১৫ সালের ‘যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা’ (জেসিপিওএ) বা ইরান পারমাণবিক চুক্তিকে অনুমোদন দিয়েছিল। দশ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘ই৩ দেশগুলোর (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) তথাকথিত “স্ন্যাপব্যাক” প্রক্রিয়া চালু করার চেষ্টা আইনগত ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ।’
তেহরান, মস্কো ও বেইজিং জানিয়েছে, ‘২২৩১ প্রস্তাবের সমাপ্তির সঙ্গে ইরানের পারমাণবিক বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদের বিবেচনাও শেষ হয়েছে। এটি পরিষদের কর্তৃত্ব ও বহুপক্ষীয় কূটনীতির বিশ্বাসযোগ্যতা শক্তিশালী করবে।’
চিঠিতে সব দেশকে একতরফা নিষেধাজ্ঞা, হুমকি বা উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। দেশগুলোকে ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান’ খোঁজার আহ্বান জানায় তিন দেশ।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তির সময়সীমার মধ্যেই প্রস্তাবটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এক বিবৃতিতে বলা হয়, ‘এই তারিখ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সব বিধান, বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তি—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন—মিলিতভাবে এই চুক্তিতে স্বাক্ষর করে। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। পরবর্তীতে চলতি বছরের ২৮ আগস্ট চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়, যা ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত।
পূর্বের পোস্ট :