দেশে ‘গুপ্ত স্বৈরাচারের’ আবির্ভাব ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে যদি সঠিকভাবে বোঝানো না যায় এবং জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে স্বাধীনতার পরবর্তী সময়ের মতো কিংবা দুই হাজার আট সালের নির্বাচনের পর যেভাবে স্বৈরাচার প্রতিষ্ঠা পেয়েছিল, তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।
শনিবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে; স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদের কাজ দেশ গড়ার, আর সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, পাশাপাশি আমাদের মানুষকেও রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে সবাইকে সচেতন থেকে কাজ করতে হবে।”
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, “যারা আজ ইসলামকে বিভাজনের হাতিয়ার বানাতে চায়, তারা আসলে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ইসলাম কোনো কোটার রাজনীতি নয়, ইসলাম কোনো আলাদা বাক্সের বিষয় নয়।”
তিনি বলেন, “আমরা সবাই ইসলাম ধর্মে বিশ্বাস করি। তবে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছি এবং ভবিষ্যতেও করব।”
ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি রোধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা একটি কিতাব নিয়ে গ্রামে গ্রামে ঘুরে জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে, তারা ধর্ম ব্যবসায়ী।”
একাত্তরের চেতনার মতো, এখন ‘চব্বিশের চেতনা’ নিয়েও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে—এমন মন্তব্য করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান।
সভা শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে জাকারিয়া তাহের সুমন সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।