আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এই রিটটি দায়ের করেন।

আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) রিটটি দাখিল করেন। রিটে তিনি নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন সংবিধান ও আইনসম্মত নয়।

রিট আবেদনে গত বছরের ১১ ডিসেম্বর জারি করা নির্বাচন ও গণভোটের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টের নির্দেশনা কামনা করা হয়েছে।

এ ছাড়া আবেদনে জাতীয় সংসদ নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটের বিষয়ে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও গণভোট আয়োজন আইনসঙ্গত নয়।

তিনি আরও জানান, রিট আবেদনের ওপর আগামীকাল শুনানি হতে পারে।