বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তবে তাঁর দূরদর্শী চিন্তা, আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার চিরকাল অটুট থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি বিশ্বাস করেন—খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহন করে নিয়ে যাবে এবং তা ভারত–বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ককে নতুন করে সমৃদ্ধ করবে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই চিঠিটি ঢাকায় তারেক রহমানের কাছে হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

শোকবার্তায় মোদি বলেন, জাতীয় শোকের এই সময়ে তাঁর চিন্তা বাংলাদেশের জনগণের সঙ্গেও রয়েছে। ইতিহাসজুড়ে বাংলাদেশি জনগণ যে দৃঢ়তা ও মর্যাদার পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।

নরেন্দ্র মোদি বলেন, তারেক রহমানের মায়ের মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি ২০১৫ সালের জুনে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মোদি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয় ও সাহসী সিদ্ধান্তের এক অনন্য নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাসে বিশেষ মর্যাদার অধিকারী। দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

শোকবার্তার শেষাংশে মোদি তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি কামনা করেন। তিনি মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন এবং তারেক রহমানের ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান।