অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত পারিবারিক সব অনুরোধে তারা সহায়তা করছে, প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাপনার ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত রয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বেগম জিয়ার চিকিৎসা নিয়ে তার পরিবার যে যে অনুরোধ জানাচ্ছে, সরকার সেগুলোই অনুসরণ করছে। বিদেশে নিতে চাইলে সেই ব্যবস্থায়ও আমরা সহায়তা করছি।”
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের এই বক্তব্যে চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তে পরিবারকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার অবস্থানই পুনর্ব্যক্ত হয়েছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।
পূর্বের পোস্ট :