দেশের বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম; লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা ৮ টাকা এবং প্রতি লিটার পাম দেলের দাম ১৩ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির কথা জানায় যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানিয়ে ব্যবসায়ী সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা।
এ বছর এপ্রিলে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৬৯ টাকা।
সবশেষ ১২ আগস্ট সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটারে খোলা পাম অয়েলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা পুননির্ধারণ করা হয়েছিল।
পূর্বের পোস্ট :