টানা পাঁচ দিন পতনের পর উত্থানের মুখ দেখলো ঢাকার পুঁজিবাজার, বেড়েছে সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ২ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১১ পয়েন্ট।

সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। সারাদিনে ৫৩০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৫৪২ কোটি টাকা।

লেনদেনে অংশ নেয়া ৪০০ কোম্পানির মধ্যে বেশিরভাগের দাম উর্ধ্বমুখী। ২৩০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২০ এবং অপরিবর্তিত আছে ৫০ কোম্পানির শেয়ারের দাম।

এ এবং বি দুই ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও দাম কমেছে লভ্যাংশ না দেয়া কোম্পানি জেড ক্যাটাগরিতে।

এই ক্যাটাগরিতে ৩৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪০ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ২২ কোম্পানির ১৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। মিডল্যান্ড ব্যাংক সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

৯ শতাংশের ওপরে দর বেড়ে ডিএসইতে শীর্ষে ইনটেক লিমিটেড এবং ৮ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।

চট্টগ্রামে পতন

ডিএসইতে সূচকের উত্থান হলেও পতন কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই); সার্বিক সূচক কমেছে ৩৪ পয়েন্ট।

লেনদেন হওয়া ১৭২ কোম্পানির মধ্যে ৭৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম।

পতন হলেও লেনদেন বেড়েছে সিএসইতে; ১৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১০ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে এপেক্স ট্যানারি লিমিটেড।