সূচকের উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সপ্তাহ শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); সূচক বাড়লেও দুই বাজারে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির, কমেছে সার্বিক লেনদেন।

সারাদিনের লেনদেন শেষে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১ পয়েন্ট করে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬, কমেছে ১৮৩ এবং অপরিবর্তিত আছে ৮২ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ২০ কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস লিমিটেড সর্বোচ্চ ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে ৪২৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৬৫ কোটি টাকা।

৫ শতাংশের ওপরে দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ফাইন ফুডস লিমিটেড এবং ১০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যাশিয়াল সার্ভিস লিমিটেড।

সূচক বেড়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮ পয়েন্ট।

৫৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে ১২ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১২ কোটি ৮০ লাখ টাকা।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে রিপাবলিক ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রায় ১০ শতাংশ দাম কমে তলানিতে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।