সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দ্বারা গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হয়েছেন, প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে৷গণমাধ্যম কর্মীদের থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাদের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে জড়ো হোন এনসিপির নেতাকর্মীরা।বিমানবন্দরের ভিআইপি গেটে অন্য রাজনৈতিক দলের বক্তব্য দেয়ার সময় স্লোগান দিতে থাকেন এনসিপি নেতারা। স্লোগান থামাতে বলায় সাংবাদিকদের ওপর চড়াও হোন তারা। এনসিপির হাতে লাঞ্ছনার শিকার হোন সাংবাদিকরা।প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলেন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা।এদিকে এ ঘটনার তিন ঘণ্টা পর আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এনসিপি, জানিয়েছে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ নিন্দনীয় এবং দুঃখজনক।এনসিপি পুরো ঘটনা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

  • ০২ অক্টোবর ২০২৫